
উন্নত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ অর্জনের আশায় শিক্ষার্থীদের নজর এখন দেশের সীমা ছাড়িয়ে বিদেশের উন্নত দেশগুলোতে। প্রতিবছর তাই বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পাড়ি জমাচ্ছেন দেশ ছাড়িয়ে বিদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে। উচ্চশিক্ষার লক্ষ্যে স্বভাবতই শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে ইউরোপের অন্যতম দেশ গ্রিক ও সাইপ্রাসে। তুলনামূলক কম টিউশন ফি নিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাদান করছে দেশ দু’টির বিশ্ববিদ্যালয়গুলো। চাহিদাসম্পন্ন সব বিষয়েই পড়ার সুযোগ আছে গ্রিক ও সাইপ্রাসে। এছাড়াও ক্রমবর্ধমান অর্থনীতি ও সুবিধাজনক বসবাসের সুবিধার কারনে দেশ দু’টি জায়গা করে নিচ্ছে শিক্ষার্থীদের পছন্দের তালিকার প্রথম দিকে।
Greek & Cyprus Institute List:
Click on Link to visit University
(1) CTL Euro College: http://www.ctleuro.ac.cy/en
(2) Alexander College: https://alexander.ac.cy
(3) American College: http://www.ac.ac.cy
(4) University of Nicosia: https://www.unic.ac.cy

রয়োজনীয় কাগজপত্র:
- সাম্প্রতিক পাসপোর্ট আকারের ফটো (সাদা পটভূমি) ।
- সব একাডেমিক সার্টিফিকেট শিক্ষা বোর্ড কর্তৃক সত্যায়িত এবং প্রতিলিপি (২ সেট ফটোকপি) ।
- শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে সকল শিক্ষাগত কাগজপত্র সত্যায়িত।
- সিভি।
- রেফারেন্স লেটার। (মাস্টার্সের জন্য)
- মিডিয়াম অব ইন্সট্রাকশন সার্টিফিকেট।
- মোটিভেশনাল লেটার।
একটি বছর অপচয় ও এমন অপূর্ব সুযোগ হেলায় না হারাতে চাইলে দ্রুতই আপনার সকল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট ও ছবি সহ চলে আসুন আমাদের অফিসে।
ঢাকা অফিস: ২০৬, সেলটেক সিয়েরা কম্পিউটার সিটি ( ৩য় তলা), ২৩৬ এলিফ্যান্ট রোড, (বাটা সিগন্যাল), ঢাকা Hotline: 01706302332
চট্টগ্রাম অফিস: ১০৯, ইকুইটি কোহিনুর মার্কেট (২য় তলা), হাজারী লেইন, চট্টগ্রাম Hotline: 01760085411